
নাটকের শুটিং শেষে রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন ছোট পর্দার জনিপ্রয় অভিনেতা হারুন রশিদ বান্টি।
ছিনতাইকারীর দৌরাত্ম্য প্রসঙ্গে ভয়াবহ সে রাতের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ভুক্তভোগী অভিনেতা।
শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ফেসবুক প্রোফাইলে হারুন রশিদ লেখেন, কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাতবিরাতে সাবধানে। আজকে আমি কট খাইছি। কাল আপনি খাইতে পারেন।
সবাইকে সতর্ক করে অভিনেতা আরও লেখেন, ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়ে যায়নি, টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়ে গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।
এরপর ভয়াবহ সে রাতের অভিজ্ঞতা জানাতে প্রায় ৭ মিনিটের একটি ভিডিও আপলোড করেন হারুন। ওই ভিডিও থেকে জানা যায়, রূপগঞ্জের একটি শুটিং থেকে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিতে ওঠেন হারুন।
‘কাঞ্চন থেকে পাঁচ-সাত মিনিট যাওয়ার পর নীলা মার্কেটের আগে একটি অন্ধকার রাস্তায় সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যায়। তখনই ৩০-৪০ সেকেন্ডের মধ্যে দুটি বাইকে ৪ জন ছিনতাইকারী আসেন। দুই ছিনতাইকারীর হাতে বড় বড় রামদা ছিল’, বলেন হারুন।
অভিনেতা আরও বলেন, ওদের হাতে চাপাতিও ছিল। আমাকে কোপ দেয়ার আগেই আমি ওদের মানিব্যাগ, মোবাইলসহ যা সাথে ছিল সব দিয়ে দিই। তখন ছিনতাইকারীর একজন বলেন, উনি তো অভিনয় করেন। ওনার মোবাইলটা নিস না। নিলে আমরা ঝামেলায় পড়ব। এরপর ওরা চলে যায়।
অনেকটা হতাশা নিয়ে এ অভিনেতা বলেন, বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার জন্য শুটিংয়ের ইউনিটের গাড়িতে না গিয়ে সিএনজিতে চড়ি, ছিনতাইকারীর শিকার হই। এটা আমারই ভুল। রাতের রাস্তায় নির্বাক হয়ে বসে ছিলাম। পরে এক বাইকারের সহায়তায় সিএনজি নিয়ে বাড়ি ফিরি। এখন আমি ভয়ে আছি। মানসিকভাবে ভেঙে পড়েছি।
বিভিন্ন নাটক, সিনেমা হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতে বেশি দেখা যায় হারুন রশিদকে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাপ পোলা চোর, রহমত আলীর কুলখানী, আগে টাকা পরে প্রেম, সেভ দ্য রিমি ইত্যাদি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]