হাসপাতালে সন্ধ্যা রায়, শঙ্কা কাটেনি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১২:৩৯
হাসপাতালে সন্ধ্যা রায়, শঙ্কা কাটেনি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।


সোমবার (১৭ জুন) আনন্দবাজার পত্রিকাসহ কলকাতার শীর্ষ সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।


৭৯ বছর বয়সী সন্ধ্যা রায়ের সহকারী জানান, শনিবার (১৫ জুন) আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় অভিনেত্রীর। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়।


সোমবার (১৭ জুন) হাসপাতালের তিন জনের একটি চিকিৎসক দল জানিয়েছে, এখনো স্থিতিশীল নন সন্ধ্যা রায়। আশঙ্কাও কাটেনি। হার্টে সমস্যা রয়েছে তার।


মাত্র ১৬ বছর বয়সে রূপালী জগতে পা রাখেন সন্ধ্যা রায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অশনি সংকেত’, ‘ঠগিনি’, ‘পলাতক’, ‘মায়া মৃগয়া, ‘বাবা তারকনাথ’, ‘দাদার কীর্তি’, ‘ছোট বউ’, ‘ফুলেশ্বরী’ ইত্যাদি।


অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিতে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৯-এর নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষীয়ান এই অভিনেত্রী।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com