বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই : রুক্সিণী
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১১:০১
বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই : রুক্সিণী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গে জনপ্রিয় তারকা জুটি দেব-রুক্সিনীর প্রেমের কথা সবারই জানা। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাখ-ঢাক ছিল না তাদের। শুরুতেই ভালোবাসার সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন দুজনে। তবে প্রেমের বন্ধনে থাকলেও বিয়ে করে এখনও সংসারে পা দেননি দেব-রুক্সিনী।


এদিকে দিন কয়েক আগে গুগল জানায়, ৩ বছর আগেই বিয়ে সেরেছেন তারা। শুধু তাই নয়, সন্তানও রয়েছে। ঘটনাটি যে মিথ্যা সে কারও বুঝতে বাকি ছিল না। বিষয়টি নিয়ে দেব মজা করলেও চুপ ছিলেন রুক্সিণী। এবার মুখ খুলেছেন তিনিও।


ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে রুক্সিণী বলেন, ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। সেখানে যে বাচ্চার কথা উল্লেখ আছে, সে আমার ভাগনি। আমাইরার সঙ্গে এত ছবি আমার যে, ওকে আমার বাচ্চাই বানিয়ে দিয়েছে।


এ সময় আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয়– সেই বছর বিয়েটা করে নেব। আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাও কেন? যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই।


রুক্সিণী আরও বলেন, আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ‌্য।


প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে রুক্সিণী অভিনীত সিনেমা ‘বুমেরাং’। এতে জিতের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গেছে রুক্সিণী।


সূত্র: হিন্দুস্তান টাইমস


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com