
ভারতের দক্ষিণি তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিচ্ছেদ চূড়ান্ত হতাশ করেছিল ভক্তদের। এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা।
তবে বিচ্ছেদের পর ফের অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল সামান্থা-নাগাকে। প্রেক্ষাগৃহে অন্তরঙ্গ দৃশ্যে ধরা পড়লেন তারা। আর তাই দেখে হলের মধ্যেই উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। তবে এটি নাগা-সামান্থার বাস্তব জীবনের গল্প নয়। ফের সিনেমা হলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘মনম’ নামের একটি সিনেমা।
১০ বছর আগে মুক্তি পাওয়া এ ছবিতে অন্তরঙ্গ অবস্থায় পর্দায় দেখা যায় নাগা-সামান্থাকে। যা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত দর্শক। সে সময় থিয়েটারে ছিলেন নাগাও। তার দিকে ক্যামেরা ঘোরাতেই ঠোঁটের কোণায় ফুটে উঠল স্মিত হাসি।
২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবি বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি।
বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবি থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। শেষ অবধি গত ২ অক্টোবর আলাদা হয়ে যান এই জুটি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]