
ঢাকাই সিনেমার পরিচিত মুখ শরীফুল রাজ। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। এই অভিনেতার ব্যক্তি জীবন নিয়ে আছে নানান আলোচনা। ‘গুণিন’ সিনেমার সেটে নায়িকা পরীমণির সঙ্গে আলাপ, প্রেম। এরপর বিয়ে করেন তারা, দুজনের সংসার আলো করে আসে সন্তানও। তবে দাম্পত্য জটিলতায় পড়ে বিচ্ছেদ ঘটে দুজনের।
বিচ্ছেদের পর থেকে ছেলে পরী একাই দেখে রাখছেন। অভিনয় এবং সন্তান দুই একাই সামাল দিচ্ছেন অভিনেত্রী। ছেলের সঙ্গে খুব একটা দেখা যায় না রাজকে। তাই প্রশ্ন আসে অনেক সময় প্রশ্ন আসে এই অভিনেতা নিয়ে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার একটি অনুষ্ঠানে হাজির হয়ে সন্তান এবং সাবেক স্ত্রী পরীর প্রসঙ্গে নিজের অনুভূতির কথা বলেন রাজ। সাবলীল ভাবে এ বিষয়ে রাজ বলেন, অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে, তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। আমার কাছে মনে হয়, ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইব ও যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক।
ছেলেকে সময় দেওয়া প্রসঙ্গে রাজ বলেন, যেহেতু আমি নিজেও ব্যস্ত। ওর সঙ্গে দেখা করার, সময় কাটানোর সুযোগ হয় না, ও এখনো অনেক ছোট। তবে সে আমাকে অনুপ্রেরণা জোগায়। আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে আছে। রাজ্য আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সবাই আমার ছেলের জন্যে দোয়া করবেন।
‘আইসক্রিম’ সিনেমা দিয়ে প্রথম আলোচনায় আসেন রাজ। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি, এর মধ্যে ‘ন ডরাই’, ‘পরাণ’ ও ‘হাওয়া’ অন্যতম। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজের তিনটি সিনেমা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]