রহস্যময় চরিত্র নিয়ে দর্শকের কাছে পৌঁছানোর অপেক্ষায় চঞ্চল
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১৭:৫৬
রহস্যময় চরিত্র নিয়ে দর্শকের কাছে পৌঁছানোর অপেক্ষায় চঞ্চল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বরাবরই একের পর এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে মুগ্ধ করেছেন চঞ্চল চৌধুরী। দেশের সিমানা ছাড়িয়েও তার ভক্ত আছে। দুই বাংলাতেই কাজ করছেন এই অভিনেতা। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন।


ওয়েব মাধ্যমেও সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী। চলতি মাসেই নতুন ওয়েব সিরিজের খবর জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল আজকেই স্ট্রিমিং শুরু হবে সিরিজের। ওয়েব সিরিজটির নাম ‘কালপুরুষ’, যেটি পরিচালনা করেছেন সালজার রহমান।


এবার চোখে অদ্ভুত চশমা, গায়ে তামাতে পোশাক, ভিন্ন চাহনি, সব মিলিয়ে নিজেকে নিয়ে রহস্য তৈরি করেছেন দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।


সময়হীন পরিচয়হীন এক রহস্যময় চরিত্র শেহজাদ চৌধুরী যেই চরিত্রে পর্দায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চরিত্রটি নিয়ে তিনি বলেন, কালপুরুষের গল্প ও আমার চরিত্র দুটোই একদম ইউনিক। আমাদের এখানে এমন কাজ খুব কম হয়। সেই সঙ্গে পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাদের বেস্ট দেয়ার চেষ্টা করেছেন এখানে। এখন অপেক্ষা দর্শককের কাছে সিরিজটা পৌঁছানোর।


এই সিরিজে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি পরিবর্তন করেছেন এফএস নাঈম। প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি মিরাজ চরিত্রটির জন্য। এ নিয়ে নাঈম বলেন, আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা।


মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমাই সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি। এটা আমার জন্য একটা সাধনা ছিল।


এই সিরিজে আরও অভিনয় করেছেন তানজিকা আমীন, জয়ন্ত চট্যোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তি উর্বি, সুষমা সরকার , রেজওয়ান পারভেজ ,জান্নাতুল মাওয়া লাজুক সহ আরও অনেকে। উল্লেখ্য, কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় যে আগামী ৩ বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। সেই অনুযায়ী এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ ‘কালপুরুষ’ আজ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com