
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় নিজেকে ফুটিয়ে তোলেন ভিন্ন ভিন্ন চরিত্রে। বুধবার (২২ মে) কলকাতায় শুরু হল এই অভিনেত্রীর নতুন সিনেমার শুটিং। নাম ‘ডিয়ার মা’।
অনিরূদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় ফুটে উঠবে সম্পর্কের গল্প। এতে জয়া ছাড়াও থাকছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। এছাড়া তামিল-মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া ও অনুভা ফতেপুরিয়াও থাকবেন অন্যতম আকর্ষণ হিসেবে।
নতুন সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, এই ধরনের গল্প আগে বলা হয়নি। এমনকি আমিও এই ধরনের চরিত্র আগে করিনি। আন্তরিক ধন্যবাদ পরিচালককে আমাকে এমন সুন্দর একটা সিনেমায় যুক্ত করার জন্য।
‘ডিয়ার মা’ সিনেমার শুটিং চলবে পুরো কলকাতা শহর জুড়ে। তবে কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]