গুরুতর আহত কোয়েল মল্লিক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১৭:১২
গুরুতর আহত কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিনেপর্দায় কোয়েলের মারপিটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। মিতিন মাসির চরিত্রে অ্যাকশন দৃশ্যে শুটিং করেছিলেন তিনি। তবে এবার মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির শুট করতে গিয়ে ঘটেছে ভয়ানক বিপত্তি। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। হাতের হাড় ভেঙেছে তার।


৩১ মার্চ ‘খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান কোয়েল মল্লিক। এদিন শুটিং চলছিল নেপালগঞ্জে।


কোয়েল আগেভাগেই জানিয়েছিলেন, এবারে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে। দর্শকদের একদমই নিরাশ করতে চান না তিনি। সেই প্রেক্ষিতেই প্রচুর জিম, ডায়েট সব করেছেন। খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই শুটিং করছিলেন কোয়েল মল্লিক। তখনই হাতে চোট পান অভিনেত্রী।


দুর্ঘটনার পর অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স রে করালে রিপোর্টে দেখা যায়, অভিনেত্রীর ডান হাতের আলনা বোন ভেঙেছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন। আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। এক বেসরকারি হাসপাতালে বিকাশ কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন কোয়েল মল্লিক।


জানা যায়, রবিবার রাতে শুটিং চলাকালীন দুই-দুবার চোট লাগে কোয়েল মল্লিকের। সহ অভিনেতার লাথি সজোরে তার কব্জির কিছুটা উপরে প্রথমবার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েন কোয়েল। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবারও একই জায়গায় চোট পান অভিনেত্রী। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হাতও ফুলে যায় নিমেষে।


অভিনেত্রী জানিয়েছেন, চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠব।


পরিচালক অরিন্দম শীল জানান, ঘটনাটা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে কোয়েল হাত পর্যন্ত নাড়াতে পারছিল না।


উল্লেখ্য সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এর আগে ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর পূজায় সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। সেই ছবি বক্স অফিসে খুব একটা সাড়া না ফেললেও ইতিমধ্যেই পরবর্তী ছবির অ্যাডভেঞ্চার শুরু করে দিয়েছেন কোয়েল মল্লিক। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’। এবারের ছবিটা সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে।


অরিন্দম শীলের পরিচালনায় সিনেমাটিতে কোয়েল মল্লিক ছাড়াও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি ও অনসূয়া মজুমদার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com