
মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। দিন-রাত, বাসা-অফিস, হাট-বাজার, স্কুল ও জনসমাগমস্থল কোথাও মশার হাত থেকে নিস্তার মিলছে না। মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না অভিনেতা অভিনেত্রীরা। শুটিং করতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি।
১৭ মার্চ, রবিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লেখেন, শুটিং এ মশার পিঁয়াজু, মশার সরবত, মশার মুড়ি, মশার জিলাপি, মশার ছোলা, এখন মশা মিলায়ে চা খাবো! এভাবেই বেঁচে থেকে আবার মেয়র’কে ভোট দিব।
মশা নিয়ে শাহনাজ খুশি স্ট্যাটাসটি দেয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন।
ইবতেশাম নাসিম মৌ লিখেছেন, স্ট্যাটাস হাসির কিন্তু মর্ম আবার মেজাজ খারাপের।
জবাবে শাহনাজ খুশি বলেন, আর বইলো না বইন! জান পুরা শেষ।
আবীর হাসান আখন্দ লিখেছেন, মশার কারণে নামাজ, ইফতার সবই এলোমেলো।
শরিফুল ইসলাম তন্ময় নামে একজন লেখেন, উত্তরা শুটিং হাউসগুলোতে বেশি মশা। বিরক্ত লাগে।
বিএম সাদেক নামে আরেকজন লিখেছেন, মশার জ্বালায় তারাবি নামাজটাও শান্তিতে পড়া যায় না।
রবিউল ইসলাম রবিন লিখেছেন, মশা আছে, মেয়র নাই!
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]