
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেতা নিজেই দিয়েছেন।
১৫ মার্চ, শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন ফেরদৌস। যার ফলে তার পেশাগত ব্যস্ততার পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনায়ও সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
ফেরদৌস আহমেদ অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’। সিনেমাটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘পৃথিবী আমারে চায় না’। পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]