
কদিন আগেই বেশ ধুমধাম করে কেবিসি-র সেটে ৮১ বছরের জন্মদিন পালম করেছিলেন অমিতাভ বচ্চন। একাধিক চোট, শারীরিক সমস্যা নিয়েও কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে।
১৫ মার্চ, শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
অমিতাভ বচ্চনের এনজিওপ্লাস্টি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গত বছরের মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে ডান পাঁজরে গুরুতর আঘাত পান অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস বেড রেস্টে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়। তবে শারীরিক অসুস্থতা অমিতাভকে অক্টোপাসের মতো ঘিরে ধরলেও এখনও দাপিয়ে কাজ করে যাচ্ছেন ৮১ বছর বয়সী এই অভিনেতা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]