
কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী নাগ। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয় অভিনেত্রীর। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মৌসুমী।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।’
তিনি আরও বলেন, এরই মধ্যে তার ছেলে বোনের নাম রেখেছে নীতিরি। ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’
উল্লেখ্য, প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। তার আট বছর পর কন্যা সন্তান এলো তার ঘরে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]