
এক হচ্ছেন সাকিব ও শাকিব, এ খবর আগেই এসেছিল। এবার তা দৃশ্যমান হলো।
শাকিব খান ও সাকিব আল হাসান দু’জনই ভিন্ন দুই মাধ্যমে সুপারস্টার। শাকিব রূপালি পর্দায় নায়িকার মন জয় করেন, আর তার এক ঘুষিতে শত্রুরা হয়ে যায় কুপোকাত।
এবার চেনা অঙ্গনের বাইরে কর্পোরেট প্ল্যাটফর্মে একসঙ্গে দেখা যাবে শাকিব ও সাকিবকে। সেটি হচ্ছে শাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে সাকিব।
গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যান-এর সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয় শাকিব খানের। তিনি এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন সাকিব।
এ উপলক্ষে শনিবার ( ৯ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।
শাকিব এই মুহূর্তে ব্যস্ত আছেন একাধিক ছবির কাজে। প্রায় শেষের দিকে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদে’র কাজ। এর নির্মাতা অনন্য মামুন।
শুটিং চলছে হিমেল আশরাফের ‘রাজকুমারে’র। অন্যদিকে প্রস্তুতি চলছে ‘তুফান’ সিনেমার। এতে শাকিব অভিনয় করবেন রায়হান রাফীর পরিচালনায়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]