মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাডট
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৫:০২
মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাডট
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চতুর্থবারের মতো মা হলেন ‌‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। বুধবার (৬ মার্চ) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা।


সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করে খবরটি নিজেই জানিয়েছেন গ্যাল গ্যাডট।


হাসপাতালের বিছানা থেকে প্রকাশ করা ওই ছবির সঙ্গে লিখেছেন, ‘আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‌‌‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম... বাবাও খুব খুশি।’


২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে-আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তারা। এবার তাদের কোল আলোকিত করে এসেছে ওরি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com