দর্শক বন্দনায় ভাসছে সোলসের নতুন গান 'হাওয়াই মিঠাই'
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯
দর্শক বন্দনায় ভাসছে সোলসের নতুন গান 'হাওয়াই মিঠাই'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

৫০ বছর পূর্তিতে ৫০টি গান নামাবে দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। এরই মধ্যে ৪টি গান সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো, প্রকাশিত হওয়ার পর বুধবার (১৩ সেপ্টেম্বর)পঞ্চম গান প্রকাশ করা হয় সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম হাওয়াই মিঠাই। গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব, সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান।


গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন,‌‌ গতবার সোলস-এর অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি বেঁধেছি। গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীব এর বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুর করি। স্কুল জীবনের স্মৃতি মনে করিয়ে দিবে এ গান।


গানটি প্রকাশের পর পরই শ্রোতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এই গানটি অনেকদিন বাঁচবে। বন্ধুদের আড্ডায়, কোরাসে গাইবার জন্য দারুণ নস্টালজিক একটা গান হয়েছে। সোলসের থেকে এটাই চাই। কালজয়ী, নস্টালজিক, শুদ্ধ বাংলা শব্দের গান। সোলসের প্রথম দিককার স্টাইলটা মনে পড়ে গেল। বিটলসের মতো করে গাইতো সোলসের ছেলেরা, দারুণ লাগতো।


আরেকজন লিখেছেন- আহা! ভালোবাসার সেই দূরন্ত শৈশব আর কৈশোর! কি দারুণ করে ফুটিয়েছেন, গান বানিয়েছেন, গেয়েছেন। ভালোবাসা প্রিয় সোলস।


বর্তমানে সোলস ব্যান্ডদলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছে। আগামী ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে শেষে পুরো টিম ফিরবে দেশে।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com