শিশুতোষ চলচ্চিত্র মাইকের প্রচারণায় মুখরিত ভিকারুননিসার শিক্ষার্থীরা
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:১৮
শিশুতোষ চলচ্চিত্র মাইকের প্রচারণায় মুখরিত ভিকারুননিসার শিক্ষার্থীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১১ আগস্ট। এ উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রের প্রচারণা চালানো হয়। এসময় সিনেমাটিকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখা যায়। মাইকের প্রচারণায় মূখর হয়ে উঠে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা।


প্রচারণায় অংশ নেন ‘মাইক’ সিনেমায় অভিনয় শিল্পী বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রীসহ কলাকুশলীগণ।


গত ৩ আগস্ট রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রচারণার মধ্য দিয়ে সিনেমাটির বর্ণিল প্রচারণা শুরু হয়। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, ট্রেলার, টিজার ও গান। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রটির নির্মাতা, অভিনয় শিল্পি ও কলাকুশলীরা।


লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল। ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে সেন্সরবোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে এ ধরনের সিনেমা নির্মাণকে তারা সাধুবাদ জানিয়েছেন। গত ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।


বিবার্তা/রিয়াদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com