চলে গেলেন দক্ষিণি সংগীত পরিচালক রাজ
প্রকাশ : ২২ মে ২০২৩, ১০:৪৭
চলে গেলেন দক্ষিণি সংগীত পরিচালক রাজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

একের পর এক মৃত্যুর খবরে মন খারাপ সকলের। মারা গেলেন দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা সংগীত পরিচালক রাজ ৷ ২১ মার্চ হায়দরাবাদেই মৃত্যু হয়েছে তার৷ রাজের আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।


রাজ-কোটি জুটির রাজ চলে যেতেই বড্ড একা হয়ে গেলেন তিনি কোটি। সুরকার বন্ধু কোটির সঙ্গে মিলিত হয়ে এতদিন সংগীত পরিচালক হিসেবে কাজ করতেন রাজ। তার অকালে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। একাধিক ব্লকব্লাস্টার ছবির সংগীত পরিচালনা করেছেন এই জুটি।


কিংবদন্তি এ আর রহমানের সঙ্গে দীর্ঘ প্রায় আট বছর ধরে কাজ করেছেন রাজ৷ তার কী-বোর্ড প্রোগ্রামার হিসেবে কাজ করতেন। রহমানের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল রাজের৷ নিজের ভাইয়ের মতোই দেখতেন তিনি।


কর্মজীবনে রাজ ও কোটি একাধিক হিট নাম্বার উপহার দিয়েছেন ভক্তদের। প্রায় ১৮০টি ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তারা। রাজ ও কোটি জুটি ১৯৯৪ সালে ‘হ্যালো ব্রাদার’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের জন্য নন্দী পুরস্কারও পেয়েছিলেন৷ আর একসঙ্গে দেখা যাবে না এই জুটি৷ রাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com