৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ১৩:৪৩
৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। সব জল্পনা-কল্পনা শেষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছেন তথ্য মন্ত্রণালয়।


তবে কিছু শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’।


সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, দেশের বাজারে ‘পাঠান’ মুক্তির বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ শাহরুখের এই সিনেমাটি দেখতে চায়। যদিও ইতোমধ্যেই ‘পাঠান’ অনেক ওটিটি মাধ্যমেই এসেছে। তবে প্রেক্ষাগ্রহে দেখার বিষয়টি একদমই আলাদা।


নির্মাতা আরও বলেন, সব জল্পনা-কল্পনা শেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যে ১৬টি প্রেক্ষাগৃহে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করছি, আরও ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।


প্রসঙ্গত, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এ ছাড়া এতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com