উত্তরা ক্লাবে প্রদর্শিত হলো অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫০
উত্তরা ক্লাবে প্রদর্শিত হলো অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ড মুহম্মদ জাফর ইকবালের জনপ্রিয় কিশোর সাহিত্য ‘রাতুলের রাত রাতুলের দিন’- অবলম্বনে সরকারী অনুদানে ও বঙ্গ এর সহপ্রযোজনায় নির্মিত শিশুতোষ চলচ্চিত্র- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চলচ্চিত্রটির পরিচালনায় আছেন রায়হান জুয়েল ও শ্রেষ্ঠাংশে সিয়াম- পরীমনি এবং ঝাঁক শিশুশিল্পী।


দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাখেলা সাথে অ্যাডভেঞ্চারের হাতছানি ও জলদস্যুর ধাওয়া- পাল্টা ধাওয়া নিয়ে নির্মিত এই চমকপ্রদ চলচ্চিত্রটি বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনেই শুটিংকৃত চলচ্চিত্রে দর্শকরা রূপালি পর্দায় দেখবে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য। চলচ্চিত্রটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা সিয়াম ও পরীমনি। তাদের সাথে আরো আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সেই সঙ্গে এক ঝাঁক শিশুশিল্পী।


সম্প্রতি চলচ্চিত্রটির প্রদর্শিত হয় উত্তরা ক্লাব লিমিটেডে যেখানকার সম্মানিত মেম্বাররা তাদের পরিবার ও সন্তানের সাথে সরাসরি উপভোগ করেছে চলচ্চিত্রটি। বঙ্গ স্টুডিও কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন উত্তরা ক্লাব লিমিটেডের ৫০+ এর অধিক মেম্বার।উত্তরা ক্লাব লিমিটেডের সম্মানিত সেক্রেটারী মিস্টার মোঃ আলি সাত্তার এওমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বঙ্গ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


প্রবল উচ্ছ্বাস ও আনন্দের মাঝে আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করেন। বঙ্গ এর জন্য সুসংবাদ যে উত্তরা ক্লাবের মেম্বাররা এমন আরও আয়োজনের সাথে ভবিষ্যতেও থাকতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের ট্রেইলার ও গান দেখতে ভিজিট করতে পারেন www.bongobd.com


বিবার্তা/সানজিদা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com