হলিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘অ্যাভাটার ২’
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১৩:৫৩
হলিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘অ্যাভাটার ২’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ এর ঝড় চলছে। মুক্তির চার সপ্তাহ পার করেছে ছবিটি। থ্রিডি দেখার জন্য মাল্টিপ্লেক্সে এখনও ভিড়। এভাবেই ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এখনও পর্যন্ত দেশটিতে মুক্তি পাওয়া এটিই সর্বোচ্চ আয়কায়ী চলচ্চিত্র।


বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অ্যাভাটার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবি গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসেবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সেই জায়গা এ বার নিয়ে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি।


বিশ্বের অসীম প্রগতির মুখে দাঁড়ি টেনে এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেলের ‘এন্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। নতুন ‘অ্যাভাটার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।


আমেরিকার বক্স অফিসে এখন ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়চ্ছে সেই ছবি। বিশ্ব জুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসেবে গণনা করা হচ্ছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’কে।


বিবার্তা/বর্ষা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com