
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নাকের সমস্যা নিয়ে সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার রাতে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফারিয়া বলছেন, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কিন্তু ব্যথানাশক ও অ্যানেস্থেশিয়ার প্রভাবে এখনো মাথা ঘুরছে। আমাকে যারা দোয়া করেছেন তাদের ধন্যবাদ। আমি সত্যি সত্যিই আপনাদের আমার প্রতি শুভকামনা জানানোকে সম্মান জানাই, জানাচ্ছি কৃতজ্ঞতা।’
নাকের সমস্যার কারণে অনেক দিন ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল জানিয়ে ফারিয়া বলেন, ‘এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সেটা ভেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। ’
অস্ত্রোপচার শেষ হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার চিকিৎসক ডা. কে কে হান্ডার কথা অনুযায়ী এক দিন পরেই-অর্থাৎ আগামীকাল আমার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন।”
জানা গেছে, হাসাপাতাল থেকে ছাড় পাওয়ার পর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মির থেকে ঘুরে এসেছেন ফারিয়া। সবশেষ ‘হোটেল নিরিবিল’ নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]