
২০২১ সালের নম্ভেম্বর মাস থেকে আমেরিকায় অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। উদ্দেশ্য স্বপ্নের দেশ আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি পাওয়া। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে শাকিব খানের। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের ঘনিষ্ঠজন।
তবে বিষয়টি নিয়ে শাকিব খান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
জানা গেছে শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টানা তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সর্বশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।
এদিকে ঈদ-উল-আযহা উপলক্ষে আমেরিকায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি। এ উপলক্ষে আগামী ৬ জুলাই সংবাদ সম্মেলন ও ৮ জুলাই প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আগামী মাসের শুরুতে শাকিব খান দেশে ফিরতে পারেন।
এসএ হক পরিচালিত সিনেমাটি উত্তর আমেরিকায় ২৪টি রাজ্যে, ৫৮টি শহরে ১০০টিরও বেশি হলে পর্যায়ক্রমে চলবে ‘গলুই’। সিনেমাটি উত্তর আমেরিকায় পরিবেশনের দায়িত্বে রয়েছেন ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]