
ক্যাটরিনা-রণবীর কাপুরের প্রেমের কাহিনি কার না অজানা। পর্দার এ জনপ্রিয় জুটি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বিচ্ছেদের পর দুজন আবারও প্রেমে পড়েন। ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান। আর রণবীর আলিয়ার ঘাটে নোঙর করেন।
তারা এখন বিবাহিত। মাত্র কয়েক মাসের ব্যবধানে ধুমধামে বিয়ে করেছেন ক্যাটরিনা ও রণবীর। তাদের সম্পর্ক এখন অতীত, সংসারও আলাদা।
তবে নিজেদের অতীত ভুলে আবারও এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা। নতুন সিনেমা করতে যাচ্ছেন দুজনে। এই জুটির বহুল আলোচিত সিনেমা রাজনীতির সিক্যুয়েল হচ্ছে। সেখানে আবারও জুটি হয়ে ধরা দেবেন রণ-ক্যাট।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজনীতি টু সিনেমার পরিচালক প্রকাশ ঝা। বলিউড লাইফকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশ বলেন, রাজনীতি টু এর গল্প লেখা হয়ে গেছে। এবারের গল্পটা ভিন্ন হবে। কারণ রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]