
একের পর এক সংসার ভেঙেছে শ্রাবন্তীর। এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টালিউডের অন্যতম সুন্দরী ও চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! অবাক হওয়ার কিছুই নেই। স্বয়ং অভিনেত্রীর হবু স্বামী তাকে বলছেন ‘ভয় পেও না’।
ভাবছেন এই হবু স্বামী কে? ইনিও বিবাহিত।
বিয়েটা হতে চলেছে ৪ ই জানুয়ারি থেকে! ব্যাপার হলো, আসছে নতুন ছবি, যেখানে জুটি বাঁধছেন ওম ও শ্রাবন্তী। পরিচালক অয়ন দে-র প্রথম ছবি ‘ভয় পেও না’। এখানেই প্রথমবারের মতো ওম ও শ্রাবন্তী জুটি বেঁধে অভিনয় করবেন।
‘ভয় পেও না’ ছবিটি মূলত ভয়ের। অর্থাৎ ভুতুড়ে। এদিকে শ্রাবন্তী নিজে ভূতে ভয় পান বাস্তবে। তারপরেও ভূতের ছবিতে কোনো না নেই।
এই ব্যাপারে অভিনেত্রী বলেছেন, ভূতের ভয় পেতে ভালোবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার। এটা আমার চার নম্বর ভূতের ছবি। শুটিং করতে গিয়ে অনেকবার অস্বস্তিকর অনুভূতিও হয়েছে। তবুও ভূতের ছবিতে না করতে পারি না!
এর আগেও ওম ও শ্রাবন্তী অভিনয় করেছিলেন একটি ছবিতে, সেই ছবিতে স্ক্রিন শেয়ার করলেও জুটি বাঁধেননি তারা, তবে এই ছবিতে প্রথম জুটি বাঁধছেন। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। এই ছবিতে গান গাইতে পারেন অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মণ।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]