
বলিউডে বেশ কড়া থাবা বসিয়েছে করোনা ভাইরাস। নতুন বছরের শুরুর আগেই হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের সাকি গার্ল নোরা ফাতেহি। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন নোরা।
বেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি ছিলেন নোরা ফাতেহি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই সমস্ত গাইডলাইন মেনে চলছেন নোরা। তবে হালকা নয় বরং করোনা বেশ জাকিয়ে প্রভাব বিস্তার করেছেন নোরার শরীরে, তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। করোনার প্রভাব বেশ ভালই পড়েছে তার শরীরে। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই সবটা করছেন নোরা। বিগত কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিছানা ছেড়েও উঠতে পারছেন না বলিউডের বেলি ডান্সার। করোনায় আক্রান্ত হয়েই সবাইকে করোনার নিয়মবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন নোরা।
তবে করোনা একেক জনের শরীরে একেক রকমের প্রভাব ফেললেও নোরার শরীরে বেশ বড়সড় প্রভাব ফেলেছে। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নোরা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]