শিরোনাম
‘কেজিএফ-২’ নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন আমির
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ২১:২৬
‘কেজিএফ-২’ নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন আমির
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ-২’ সিনেমার নির্মাতাদের কাছে ক্ষমা চেয়েছেন বলিউড সুপারস্টার আমির খান।


আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে আমিরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে ‘কেজিএফ-২’। বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হওয়ায় আগে ক্ষমা চেয়ে নিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।


আমির খান বলেন, আমি সাধারণত অন্য কেউ আগে থেকে সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করে রাখলে, সেই তারিখে নিজের সিনেমা মুক্তি দিই না। অন্যের জায়গায় ঢুকে সর্দারি করা আমার পছন্দ নয়। কিন্তু এবার এক বিশেষ কারণে ১৪ এপ্রিলে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত করতে হয়েছে। তাই কেজিএফ নির্মাতাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।


‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খানকে একজন শিখ হিসেবে দেখা যাবে। ১৪ এপ্রিল পাঞ্জাবি শিখদের অন্যতম বড় উৎসব বৈশাখি। এজন্য দিনটি বেছে নিয়েছেন বলে জানান ‘পিকে’ অভিনেতা।


টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে।


অন্যদিকে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ-২’। যশ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমূখ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com