
ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘অন্তরাত্মা’। শনিবার (৬ মার্চ) দুপুর থেকে পাবনায় শুরু হয়েছে এ সিনেমার চিত্রায়ণ।
প্রথম দিনের চিত্রায়ণে অংশ নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। টানা তিন সপ্তাহ পাবনাতে চলবে এ সিনেমার কাজ।‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার দর্শনা বণিক। চিত্রায়ণে অংশ নিতে মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশে আসার কথা রয়েছে তার।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির গল্পও লিখেছেন তিনি।
এর আগে শাকিব খানকে নিয়ে ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি নির্মাণ করেছিলেন ওয়াজেদ আলী সুমন। আর শাকিব খান অভিনীত ‘সত্তা’ সিনেমাটির গল্পকার ও প্রযোজক ছিলেন সোহানী সরকার। ‘সত্তা’ পরিচালনা করেছিলেন হাসিবুর রহমান কল্লোল।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]