
দেব, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর পর এবার তৃণমূলের রাজনীতিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। রবিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন কৌশানী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেওয়ার পর কৌশানী মুখার্জি বলেন, আমার বয়স হয়তো অল্প। কিন্তু টালিগঞ্জে আমার অনেক অনুরাগী রয়েছেন, আমার আজকের যোগদান তাদের অনুপ্রাণিত করবে। আমি বরাবর একটি দলকে আদর্শ মনে করেছি, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল। রাজ্যে কোন দল সরকার গড়বে, তা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এটাই তৃণমূলে যোগ দেওয়ার সঠিক সময়। দিদির দেখানো পথেই হাঁটতে চাই।
‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কৌশানী মুখার্জি। এতে বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘জানবাজ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন কৌশানী। ব্যক্তিগত জীবনে বনি সেনগুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]