শিরোনাম
যে কারণে হেলিকপ্টারে নোয়াখালী গেলেন পূর্ণিমা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৬:৩২
যে কারণে হেলিকপ্টারে নোয়াখালী গেলেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাঙচিল থেকে নির্মিত ছবি ‘গাঙচিল’ এর শুটিং ছিলো নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইউনিয়নে। আর এ কারণে নায়িকা পূর্ণিমাকে বুধবার (২০ নভেম্বর) উপস্থিত হতে হয় সেখানে।


কিন্তু বুধবার (২০ নভেম্বর) যাওয়ার জন্য পূর্ণিমা বেরও হন। কিন্তু সড়কপথে অবরোধ থাকার কারণে শুটিংয়ে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ে। শুটিং না হলে অনেক টাকা গচ্চা দিতে হবে। তাই পূর্ণিমাকে হেলিকপ্টারে করে ঢাকা থেকেনোয়াখালীতে নেয়া হয়।


পূর্ণিমা জানান, প্রস্তুতি নিয়েছিলাম ভোরে সড়কপথে রওনা হব। কারণ সকাল থেকেই আমার অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বের হওয়ার পর জানতে পারলাম, শ্রমিকেরা নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে রাস্তাঘাট অবরোধ করেছেন। এ কারণে জরুরিভাবে হেলিকপ্টারে করে এখানে এসেছি।


গাঙচিল ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে ১৭ নভেম্বর। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইউনিয়নের গাঙচিল চরের নাম থেকেই ছবির নাম গাঙচিল রাখা হয়েছে। ছবিতে চরের মানুষের জীবনের গল্প উঠে এসেছে। ছবিটিতে এনজিওর কর্মী মোহনার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। সাংবাদিক সাগর চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com