
গীতিকবি সাবরিনা সুলতানা চৌধুরী ও শেখ রানার কথায় এবং পাঁচ জন জনপ্রিয় কণ্ঠ শিল্পী ও একটি ব্যান্ডের গানে প্রকাশ পেয়েছে ‘অচিনপুরের গান’ নামের একটি সঙ্গীত অ্যালবাম।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের জাহিদ হাসান অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করেন আমন্ত্রিত অতিথি ও অ্যালবামের শিল্পীরা।
স্বাগত বক্তব্যে গীতিকবি শেখ রানা বলেন, অনেকটা লম্বা সময় নিয়ে আমাদের অ্যালবামের কাজটি হয়েছে, তাই এটি আমাদের কাছে একটি লম্বা ট্রেন জার্নির মত।এখানে ছয়টি গানের মধ্যে নাগরিক গান যেমন আছে, তেমনি লোকজ গানেরও মিশ্রণ আছে।মজার ব্যাপার হলো এখানে ত্রপা মজুমদারের একটি কবিতাও রয়েছে।

‘অচিনপুরের গান’ অ্যালাবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা
গীতিকবি সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, আজকাল অ্যালবামের প্রকাশ তেমন একটা দেখা যায়না। আমরা চেষ্টা করেছি একটি মোড়কের ভিতর দুটি ফ্লেভার দিতে।একটি নির্দিষ্ট বিষয় নিয়েই একজন শহুরে মানুষ ও একজন গ্রামের মানুষ কিভাবে চিন্তা করে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এছাড়া আমরা অ্যালবাম ও ইউটিউব উভয় মাধ্যমেই গান গুলো প্রকাশ করেছি যাতে কোটি মানুষের কাছে আমাদের গান পৌঁছে যায়।
‘অচিনপুরের গান’ অ্যালবামটিতে বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, হাসান আবিদুর রেজা জুয়েল, পিন্টু ঘোষ, লাবিক কামাল গৌরব ও গানকবি ব্যান্ডের ছয়টি গান ও ত্রপা মজুমদারের একটি কবিতা রয়েছে। ইউটিউব চ্যানেল Auchinpur - অচিনপুর ( https://www.youtube.com/channel/UCp0bqAtS1dAHCvTJrC2P52g ) অ্যালবামের সব গুলো গান প্রকাশ করা হয়ছে।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ আরো অনেকে।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]