
বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসেন পূজা চেরি। অভিনয় গুণে সহজেই নজর কাড়েন সবার। তারপর নায়িকা হিসেবে পথ চলা। গত বছর দুইটি ছবি দিয়ে বেশ আলোচনার তুঙ্গে আসেন শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া পূজা চেরি। সম্প্রতি শোনা যাচ্ছে গোপনে বিয়ে করেছেন তিনি। বিয়ের বিষয়টি নিজেও স্বীকার করেছেন পূজা। তবে তার এ বিয়ে নতুন চলচ্চিত্র ‘জ্বিন’ এ।
পূজা বলেন, ‘প্রেম তো করেছি ‘জ্বিন’র র্যাফের (সজল) সঙ্গে। চুটিয়ে প্রেম করেছি এ হ্যান্ডসাম ফ্যাশন ফটোগ্রাফারের সঙ্গে। হা হা হা। মজার বিষয় হচ্ছে, প্রেমের অধ্যায় শেষ করে আমরা বিয়েও করে ফেলেছি। আর ‘জ্বিন’ সিনেমা রিলিজের সময় বরযাত্রী হিসেবে দর্শক হলে যাবেন। আমার বৌভাত খাওয়ারও দাওয়াত রইল সবার, আসবেন কিন্তু।’
সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, ‘সজল ভাইয়ের সাথে অনেক বছর আগে একটা নাটকে কাজ করেছিলাম। আর এখন তার নায়িকা হয়ে কাজ করছি। অনেক ভাল লাগছে। তিনি অনেক মজার মানুষ। সারাক্ষণ হাসি, আড্ডা আর দুষ্টামিতে সেট মাতিয়ে রাখে। ওনার সঙ্গে কাজ করে আমার অনেক ভাল লাগছে।’
ইতোমধ্যে ছবিটির ৭০ ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে । ‘জ্বিন’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সাইকো-থ্রিলার গল্পে নাদের চৌধুরী নির্মাণ করছেন এই চলচ্চিত্রটি।
বিবার্তা/এরশাদ/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]