শিরোনাম
দেখুন চিনতে পারেন কি না?
প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৫:৫০
দেখুন চিনতে পারেন কি না?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ১৯৮৭ সালে মহেশ ভাট পরিচালিত আজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। কুমার ১৯৯১ সালে সুগন্ধ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।


অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তার মায়ের নাম আরুনা ভাটিয়া। কুমার নাচিয়ে হিসেবে বেশি পরিচিত ছিলেন। মুম্বাইয়ে স্থানান্তর হওয়ার পূর্বে তিনি দিল্লির চাঁদনি চকে থাকতেন। মুম্বাইয়ে তিনি কলিওারাতে থাকতেন, সেখানকার অধিকাংশ মানুষ ছিলো পাঞ্জাবী।


সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। বসার ঘরে একটি সাইকেলে চড়ে আছেন। সাদাকালো ছবিটিতে প্রথম দেখায় এ অভিনেতাকে চেনা খুবই কঠিন।



ছবিটির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘বাড়ন্ত বয়সে খেলাধুলার প্রতি ঝোঁক ছিল এবং আমার শরীরের পুষ্টি পূরণের জন্য মা খাবার রান্না করতেন। কিন্তু ভারতের ১১ লাখ ৭২ হাজার ৬০৪ শিশু দিনে একবেলা খাবার জোগাড় করতে পারে না। কেন এই বৈষম্য— এই প্রশ্ন তোলার এখনই সময়।’


মূলত ইনস্টাগ্রামে তার স্ত্রী টুইঙ্কেল খান্নার ‘হোয়াই দ্য গ্যাপ’ চ্যালেঞ্জ রক্ষা করতে গিয়েই ছবিটি পোস্ট করেন অক্ষয়।


এর আগে স্কুল জীবনের একটি ছবি পোস্ট করে টুইঙ্কেল ক্যাপশনে লিখেছিলেন, ‘বড় হচ্ছি, যেমনটা দেখছেন— আমার হেয়ারস্টাইল শুধু যে আমার শিক্ষিকার মতো ছিল তা নয়, লেখাপড়া ও ভালো কিছু করাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং এটি আমাকে একজন আত্মনির্ভর নারী হতে সাহায্য করেছে। ভারতে ২/৫ জন মেয়ে এখনো স্কুল জীবন সম্পন্ন করতে পারে না। সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে চলুন প্রশ্ন তুলি, সুন্দর জীবন গড়ার ব্যাপারে মেয়েদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এই বৈষম্য কেন।’


দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের ‘আর্টিস্ট অ্যাম্বাসেডর’ টুইঙ্কেল। সংস্থাটির মাধ্যমে বয়ঃসন্ধিতে নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসম্মত মেন্সট্রুয়েশনের প্রচার নিয়ে কাজ করেন তিনি। পোস্টটির মাধ্যমে অক্ষয়ের পাশাপাশি অভিনেত্রী সোনম কাপুর ও অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপকেও চ্যালেঞ্জ জানান টুইঙ্কেল। অন্যদিকে অক্ষয় তার পোস্টে অভিনেত্রী বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নুকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com