শিরোনাম
ঢাবির সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১৫:৫০
ঢাবির সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সামাজিক ন্যায়বিচারের জন্য সাংবাদিকতা’ এ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


বৃহস্পতিবার (১ জুলাই) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি ছিলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন।


এতে ‘সামাজিক ন্যায়বিচারের জন্য সাংবাদিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগটির সহকারী অধ্যাপক শবনম আযীম।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মানব কল্যাণ ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।


অস্থিরতা, অসহনশীলতা এবং অন্যের প্রতি অশ্রদ্ধাবোধকে সামাজিক ন্যায়বিচারের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সুচিন্তা ও স্থিরতা অবলম্বনের মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। সততা, সমতা ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমকর্মী ও তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভাগটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালিসহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।


১৯৬২ সালের ২ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ফলে ৫৭তম বছরে পা রেখেছে বিভাগটি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার (১ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।


বিবার্তা/রাসেল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com