শিরোনাম
কুবিতে ১ জানুয়ারি থেকে নবীনদের ক্লাশ শুরু
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৪
কুবিতে ১ জানুয়ারি থেকে নবীনদের ক্লাশ শুরু
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।


২০০৬ সালে প্রতিষ্ঠিত সমতট অঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের ১৪তম ব্যাচের সারথি হতে যাচ্ছে এই নবীন শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো নবীনবরণের আয়োজন থাকছে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি বিভাগই পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের অনাড়ম্বরভাবে বরণের প্রস্তুতি নিয়েছে।


এবার বিশ্ববিদ্যালয়টির ৬টি অনুষদের ১৯টি বিভাগে ১ হাজার ১০৯ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ভর্তি প্রক্রিয়ার মূল কার্যক্রম শেষ হলেও মাইগ্রেশন ও আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলমান আছে।


উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর ২০১৯ তারিখে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ১৭.৭৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com