শিরোনাম
মাদরাসায় পাসের হার ৮৮.৫৬ শতাংশ
প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১২:০২
মাদরাসায় পাসের হার ৮৮.৫৬ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এ বছর মাদরাসা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন।


বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডপ্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।


মাদরাসা বোর্ডের অধীনে এবার মোট ৮৬ হাজার ১৩৮ জন পরীক্ষা দিয়েছিল। গত বছর এ সংখ্যা ছিল ৯৭ হাজার ৭৯৩ জন। মাদরাসায় এবার ৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী পাস ফেল করেছে। গত বছর এ সংখ্যা ছিল ২০ হাজার ৮৬১ জন।


শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬১৫টি। সাতটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এ বছর মোট ৪৪৮টি কেন্দ্রে ২ হাজার ৬৯৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। বহিষ্কার হয় ১৩১ জন।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com