শিরোনাম
জুলাইয়ের মধ্যে জাকসুর নির্বাচন কমিশন গঠনের আশ্বাস
প্রকাশ : ২৮ জুন ২০১৯, ২০:০১
জুলাইয়ের মধ্যে জাকসুর নির্বাচন কমিশন গঠনের আশ্বাস
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের দাবির মুখে জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।


শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশনকে ‘অপূর্ণাঙ্গ সিনেট’ আখ্যা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিকে বিকেল ৪টায় সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন। পরে বিকেল ৫টায় উপাচার্য ও সিনেট সদস্যদের আশ্বাসে কর্মসূচী স্থগিত করেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের দাবি, ২৬ বছর ধরে বন্ধ আছে জাকসু নির্বাচন। এই দীর্ঘ সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও নির্বাচনের কোন উদ্যোগ নেয়া হয়নি। অথচ বিভিন্ন সময় নির্বাচনের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা এ অবস্থার প্রতিকার চান।


আন্দোলন চলাকালে বিকেল পৌঁনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনেট সদস্য সিনেট হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেন। এসময় সিনেট সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।


পরে বিকেল পৌঁনে ৫ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেন। এসময় উপাচার্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন। পাশাপাশি সিনেট সদস্যরা জাকসু’র বিষয়ে সিনেট অধিবেশনে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে সিনেট সদস্যদের সিনেট অধিবেশনে প্রবেশের সুযোগ দেন।


আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, জাকসু নিয়ে আমাদের মাঠে ময়দানে ভূমিকা ছিল এবং থাকবে। উপাচার্যের আশ্বাস দেওয়ায় আমরা আমাদের কর্মসূচি বাতিল করেছি। আমরা আগামী ১০ কর্মদিবসের মধ্যে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছি। আমাদের দাবির প্রেক্ষিতে ৩১জুলাই এর মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং আগামী নভেম্বরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য।


বিবার্তা/জোবায়ের/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com