শিরোনাম
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য বাকৃবির অধ্যাপক
প্রকাশ : ১০ জুন ২০১৯, ১৯:২১
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য বাকৃবির অধ্যাপক
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড টেকনোলোজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়।


অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ১৯৯৬ সালে বাকৃবি থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সাউথ কোরিয়ার ‘ছুংগনাম ন্যাশনাল ইউনিভার্সিটি’ থেকে ২০০৮ সালে ডক্টরেট, সুইডেনের ‘সুইডিশ ইউনিভার্সিটি আফ এগ্রিকালচারাল সাইন্স’ বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে প্রথম পোস্ট ডক্টরেট, ইন্ডিয়ার ‘তেজপুর ইউনিভার্সিটি’ থেকে ২০১৩ সালে দ্বিতীয় পোস্ট ডক্টরেট এবং ইন্ডিয়ার ‘ন্যাশনাল ডেইরি রিসার্চ ইন্সটিটিউট’ থেকে ২০১৪ সালে তৃতীয় পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলোজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান এবং নিরাপত্তা শাখার পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/রাকিবুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com