শিরোনাম
বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:১৮
বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তিন জন মেধাবী শিক্ষার্থী ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি-২০১৮’ লাভ করেছেন।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন রাহেলা আক্তার, শারমিন আক্তার শিলা ও জান্নাতুল ফেরদৌস মৌ।


বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ দেন ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি’র ট্রাস্টি অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে ভিজিটিং অধ্যাপক ড. কাজেম কাহদুয়ি এবং বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যেকোনো অর্থ অর্জনের চেয়ে বৃত্তির অর্থ অর্জনে আলাদা আনন্দ ও গৌরব আছে। এই অর্জন হচ্ছে মেধার স্বীকৃতি। পরবর্তী জীবনে এটি মেধা বিকাশে অনুপ্রেরণা যোগায় এবং এর প্রভাব সারা জীবন থাকে। আজকের যারা বৃত্তি নিচ্ছে, ভবিষ্যতে তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ধরনের বৃত্তি প্রদান করতে সক্ষম হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com