শিরোনাম
ফি কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ২০:৩৮
ফি কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি, আবাসিক, পরিবহন ফি সহ বিভিন্ন খাতে ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিবের’ সামনে এই মানববন্ধন করে তারা।


জানা যায়, ৮ ই ডিসেম্বর ২০১৭ সালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের খাত ২০ টি থেকে ৩৭ টি করে কর্তৃপক্ষ। এতে ভর্তি ও অনুষাঙ্গিক ফি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১৪০১৫ টাকা, ব্যবস্যায় প্রশাসন অনুষদে ১৪৬১৫ টাকা, বিজ্ঞান অনুষদে ১৫৫১৫টাকা করা হয়। যা আগে আগের থেকে তিনগুণেরও বেশি। মানববন্ধনে শিক্ষার্থীরা বর্ধিত ফি কমানোর দাবি জানায়। এসময় শিক্ষা কোনো পণ্য নয়-শিক্ষা আমার অধিকার, বর্ধিত সকল ফি-কমাতে হবেসহ বিভিন্ন স্লোগান লিখিত প্ল্যাকার্ড ধারণ করে। দাবি আদায় না হলে মঙ্গলবার উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান শিক্ষার্থীরা।


উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারী বলেন, এটা একটি মীমাংসিত ইস্যু। এখানে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের তুলনায় সকল ফি অনেক কম এবং সহনীয় পর্যায়ে আছে।


বিবার্তা/জায়িম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com