শিরোনাম
কুয়েত মৈত্রী হলের সেই প্রাধ্যক্ষ সাময়িক চাকরিচ্যুত
প্রকাশ : ২৯ মার্চ ২০১৯, ১৩:১৫
কুয়েত মৈত্রী হলের সেই প্রাধ্যক্ষ সাময়িক চাকরিচ্যুত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে অপসারিত হওয়া কুয়েত মৈত্রী হলের সাবেক ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির।


তিনি সাংবাদিকদের বলেন, মৈত্রী হলের ঘটনায় সাবেক প্রভোস্ট শবনম জাহানকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে ওই ঘটনার জন্য এককভাবে দায়ী করা হয়েছে।


তিনি আরো বলেন, এছাড়া তাকে স্থায়ীভাবে কেন চাকরিচ্যুত করা হবে না, সে বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. খন্দকার বজলুল হককে।


১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচনের দিন সকালে বস্তাভর্তি 'সিলমারা' ব্যালট পেপার পাওয়া গেলে সাথে সাথে কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষকে অপসারণ করে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয় ৷ পরে নতুন প্রাধ্যক্ষকে দায়িত্ব দিয়ে ভোট গ্রহণ চলে ৷


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com