শিরোনাম
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৪ জবি শিক্ষার্থীকে মারধর
প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ২৩:২৬
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৪ জবি শিক্ষার্থীকে মারধর
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহপাঠীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ৪ শিক্ষার্থী।


বুধবার সন্ধার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে হামলার শিকার শিক্ষার্থীরা তিনজন হামলাকারীর নাম উল্লেখ করে ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবু জাফরের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগপত্রে বলা হয়, আজ বুধবার বেলা ১টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সামিউল শাওন, ইউনুস কবির (রাজীব), হাসানুজ্জামান ও অজ্ঞাত আরোও কয়েকজন ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। এসময় এর প্রতিবাদ করলে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান, অঙ্কন বিশ্বাস, ফাবিহা হোসেন, তাসফিয়া রাকার ওপর হামলা করা হয়। এতে নাইমুর রহমান গুরুত্বর আহত হন।


ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবু জাফর বলেন, ‘সহপাঠীকে টিজের ঘটনায় নাইমুর প্রতিবাদ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে নাইমুর ও তার কয়েকজন সহপাঠীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় উপাচার্য বরাবর অভিযোগপত্র দেয়া হয়েছে।’


প্রক্টর ড. নূর মোহাম্মাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’


এ ব্যাপারে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটা প্রক্টরকে তদন্তের জন্য দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’


বিবার্তা/আদনান/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com