শিরোনাম
কাতারের আরবি বিতর্কে বাংলাদেশের প্রতিনিধি ইবি
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৯:৩৭
কাতারের আরবি বিতর্কে বাংলাদেশের প্রতিনিধি ইবি
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ১৬ মার্চ কাতার ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতা। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আরবি বিতার্কিক দল।


জানা যায়, ৫২ টি দেশের ১১০ টি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১৩ মার্চ দেশত্যাগ করবে ইবি আরবি বিতার্কিক দল। এ উপলক্ষে রবিবার সকালে প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।


এসময় উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. একেএম শামসুল হক সিদ্দিকী। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র আহমাদ মুস্তাইন বিল্লাহ, আল কোরআন বিভাগের শিক্ষার্থী তুহা তরিক, আল হাদিস বিভাগের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের।


বিবার্তা/জায়িম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com