শিরোনাম
সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে অনেকে তৎপর : শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮
সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে অনেকে তৎপর : শিক্ষামন্ত্রী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আজ স্বাধীনতার ৪৮ বছর পর আমরা যখন বিশ্বাস করি, ‘ধর্ম যার যার কিন্তু উৎসব সবার বা ধর্ম যার যার রাষ্ট্র সবার’ তখন কিন্তু আমরা দেখি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে অনেকে তৎপর। আর এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।


রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ হবে। এখানে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের দেশটি অনেক ত্যাগের বিনিময়ে সৃষ্টি হয়েছিল।এজন্য
আমাদের সব ধর্মের ঐতিহ্য বজায় রাখতে হবে।


মন্ত্রী এসময় শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রাকে যেন কোনো অপশক্তি বাধা দিতে না পারে, সেজন্য সবাই সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।


এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকারসহ প্রমুখ।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com