শিরোনাম
জবি ছাত্রকে হয়রানির অভিযোগ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:০৮
জবি ছাত্রকে হয়রানির অভিযোগ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১১তম ব্যাচের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সিকদার তৌশিক আহমেদ তুর্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্র।


অভিযোগপত্রে তুর্য বলেছেন, ''আমার বিরুদ্ধে কিছুদিন যাবৎ দুস্কৃতিকারী কিছু সাংবাদিক মিথ্যা অভিযোগের ভিত্তিতে অনবরত মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। য়ার ফলে প্রচুর হয়রানির শিকার হচ্ছি। গত ৮ জানুয়ারি ওয়ারি থানার ঘটনায় তার ডান হাত ভেঙে য়ায়, যার চিকিৎসা বিবরণী আমার কাছে আছে। কিন্তু এটা নিয়েও আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।''


"একজন ছাত্রলীগ কর্মী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার দিকে অনেকেরই নজর রয়েছে। এরকমই কোনো না কোনো ক্ষোভ থেকেই আমার প্রতি এই হয়রানি করা হচ্ছে।"


উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সন্ধ্যায় তানভীর চৌধুরী শাকিল নামে মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীকে মাদকসহ ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে হাতেনাতে আটত করে তুর্যসহ আরও কয়েকজন। সে সময় শাকিল পালিয়ে গেলেও পরবর্তীতে কিছু সাংবাদিক তার পক্ষ নিয়ে সংবাদ প্রকাশ করে।


বিবার্তা/আদনান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com