শিরোনাম
কুবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থীদের বিজয়
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩
কুবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থীদের বিজয়
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনিবার্হী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল’।


সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যপক কাজী ওমর সিদ্দিকী।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনস্থ শিক্ষক মিলনায়তনে সকাল ৯.৩০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১.৩০টা পর্যন্ত চলে। ভোটগ্রহণের পর বিকাল ৪:৩০ টায় ফলাফল (খসড়া) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।


শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক লোক প্রশাসন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।


কার্যনিবাহী সদস্যের ৭টি পদে যথাক্রমে বিজয়ী হয়েছেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।


কার্যনির্বাহী পরিষদের ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া।


নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, সবার একান্ত সহযোগিতায় আমরা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।


উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১ বছর শিক্ষক সমিতির দায়িত্ব পালন করবেন।


বিবার্তা/সোহাগ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com