শিরোনাম
ডাকসুর গঠনতন্ত্র সংশোধন নিয়ে মতবিনিময় সভা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ১৩:২১
ডাকসুর গঠনতন্ত্র সংশোধন নিয়ে মতবিনিময় সভা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা শুরু হয়েছে।


বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে এ সভা শুরু হয়।


সভায় ডাকসুর গঠনতন্ত্র যুগোপযোগী ও সংশোধন কমিটির পাঁচজন সদস্যই উপস্থিত আছেন।


তারা হলেন, কমিটির প্রধান মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রহমত উল্লাহ, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা ও শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা।



সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাবি ছাত্রলীগ (বিসিএল) সভাপতি চন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাজীব দাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা প্রমুখ উপস্থিত হয়েছেন।


সভা শুরুর কিছুক্ষণ পর ঢাবির ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীকে প্রক্টরিয়াল টিমের গাড়িতে করে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর ড. বদরুজ্জামান ভুইয়া ও সীমা ইসলাম সভাস্থলে নিয়ে আসেন।


এর আগে গত ৬ জানুয়ারি সব ছাত্র সংগঠনকে সভায় উপস্থিত থেকে নিজ নিজ সংগঠনের পক্ষে প্রস্তাবনা দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ছাত্র সংগঠনগুলো। আজকের সভায় ছাত্র সংগঠনগুলোর নেতারা নিজ নিজ সংগঠনের অবস্থান তুলে ধরবেন।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com