বাকৃবির শিক্ষকদের জন্য ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২০:১০
বাকৃবির শিক্ষকদের জন্য ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।


রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয় ।


জিটিআই সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন। ৩৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।


গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।


এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রশিক্ষণের কোর্স সমন্বয়ক ও জিটিআই-এর অধ্যাপক ড. বেনতুল মাওয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ।


অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে অতিথিরা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণায় পারদর্শিতা অর্জন, প্রশাসনিক দায়িত্ব পালন ও ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। প্রশিক্ষণার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।


এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, চাকরির ক্ষেত্রে বিভিন্ন দক্ষতার পাশাপাশি চাকরির সকল আদব ও পেশাগত আচরণ শেখানো এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। আপনারা এই প্রশিক্ষণের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করবেন এই আশাই রাখি।


বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শিক্ষকরা আগে শিখবেন এবং পরে সেই জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন। শিক্ষাদানের পাশাপাশি উন্নতমানের গবেষণায় আপনাদের দক্ষতা অর্জন করতে হবে এবং প্রশাসনিক অনেক দায়িত্বও পালন করতে হবে। শিক্ষাদানের পদ্ধতি, ছাত্রদের মূল্যায়ন করার পদ্ধতি সম্পর্কে এই প্রশিক্ষণে আপনারা ধারণা পাবেন। প্রশিক্ষণের সকল শিক্ষা আপনাদের জীবনে কাজে লাগবে বলেই আমি আশা রাখছি।


উদ্বোধনী বক্তব্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, শিক্ষকের দায়িত্ব কেবল শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। শিক্ষাদানের পরিবেশ, গবেষণা, সামাজিক দায়বদ্ধতা সবকিছু নিয়েই একজন শিক্ষককে ভাবতে হয়। এই প্রশিক্ষণ সেই ব্যাপক জ্ঞানের দুয়ার খুলে দেবে। পাশাপাশি জাতিগতভাবে আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেরণাও হৃদয়ে ধারণ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে আপনাদেরকে কাজ করতে হবে।


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com