
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) এর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ‘বি’ ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে ২৩,৭৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৫৪ জন শিক্ষার্থী ছিল।
পরীক্ষা শেষে সাইফুল আয়মান নামের এক শিক্ষার্থী বলেন,“প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। বাংলা এবং সাধারণ জ্ঞান অংশটা ইজি মনে হয়েছে, তবে ইংরেজি অংশটা একটু কঠিন ছিল। সব মিলিয়ে প্রশ্ন মানসম্মত ছিল।”
অন্য আরেক পরীক্ষার্থী আদনান ইসলাম বলেন,“আলহামদুলিল্লাহ! আজকের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তবে আমার কাছে ফিজিক্স ও কেমিস্ট্রি অংশটা একটু কঠিন মনে হয়েছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে বলে আশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন,'আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে আমাদের ভর্তি কার্যক্রম সমাপ্তির দিকে এগোচ্ছে। আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীও সক্রিয় ভূমিকা রেখেছে।'
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,'আমরা পূর্বেও সফলভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করেছি এবং সে অভিজ্ঞতা এবারও কাজে লাগিয়েছি। আশা করছি, সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হবে।'
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন,'স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। ভবিষ্যতে যদি একইভাবে পরীক্ষা নেওয়া হয়, তাহলে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।'
'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন,'চার বছর পর আমরা আবারও এককভাবে ভর্তি পরীক্ষা নিয়েছি। পর্যাপ্ত প্রস্তুতির জন্য আরও সময় পেলে ভালো হতো। তবে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত টিম ওয়ার্কে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। কেন্দ্র পরিদর্শকদের সাথেও অনলাইনে ব্রিফিং করা হয়েছিল।'
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]