
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ফেনী জেলার কৃতি সন্তান আব্দুল আউয়াল মিন্টুকে।
সোমবার (৩০ ডিসেম্বর) বাকৃবির উপাচার্যের বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ও কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা জনাব মিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
সমিতির সদস্যদের সঙ্গে আলাপচারিতায় জনাব মিন্টু বলেন, “আমাদের দেশ কৃষিপ্রধান। কৃষির ওপর নির্ভর করেই দেশের অর্থনীতি এগিয়ে চলছে। বাকৃবির মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের এমন প্রতিভা ও মেধা দেখে আমি অত্যন্ত আনন্দিত।”
বক্তব্যের একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। দেশের কৃষি উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে তরুণ প্রজন্মের অবদান রাখতে হলে শিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর বলেন, “আপনার মতো একজন অভিভাবক বিশ্ববিদ্যালয়ে থাকা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আপনার পথনির্দেশনায় আমরা আরও এগিয়ে যেতে পারব।”
বিবার্তা/আমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]