
শীতের পোশাক পেয়েছেন তিতুমীর কলেজের নিরাপত্তারক্ষীরা। কলেজ প্রশাসনের উদ্যোগে ২২ জন নিরাপত্তারক্ষীর জন্য এসব শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়।
কৃতজ্ঞতা জানিয়ে কল্যাণ নামের এক নিরাপত্তারক্ষী জানান, শীতের এই সময়টায় আমাদের কাজ করতে খুবই কষ্ট হয়। প্রতিবছর কলেজ প্রশাসন আমাদের শীতের কাপড় দিয়ে থাকেন। এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। এই সাহায্য আমাদের কাজের প্রতি মনোযোগ বাড়াবে।
তবে কাজ করার সময় মশার উপদ্রবের বিষয়টি উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।
আরেক নিরাপত্তারক্ষী শাহাবুদ্দিন বলেন, কলেজ প্রশাসন থেকে আমাদের শীতের কাপড়ের ব্যবস্থা করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। তবে বর্তমান বাজারের ঊর্ধ্বগতিতে স্বল্প এই বেতনে পরিবার নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। তাই বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনার অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, আমরা শুধু এই বছরই নয়, প্রতি বছরই নিরাপত্তারক্ষীদের শীতের কাপড় প্রদান করে থাকি। এ বছরও ২২ জনকে আমরা শীতের কাপড় উপহার দিয়েছি। এমন মানবিক কাজ সব সময় অব্যাহত থাকবে।
বিবার্তা/মিম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]